খেরসনে ইউক্রেনের অসাধারণ জয় কে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস, রাশিয়ার দখল দারদের কাছ থেকে খেরসন শহর পুনরুদ্ধার ইউক্রেনের জন্য একটি ‘ অসাধারণ বিজয় ’ মনে হওয়ায় হোয়াইট-হাউস শনিবার প্রশংসা করেছে। খবর এ এফ পি’র।
খেরসনে ইউক্রেনের অসাধারণ জয় কে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, ‘এটা দেখে মনে হচ্ছে ইউক্রেনের নাগরিকরা সবেমাত্র একটি অসাধারণ বিজয় অর্জন করেছে। সেখানে এই যুদ্ধে রাশিয়ার দখল করে নেওয়া একটি আঞ্চলিক রাজধানী এখন ইউক্রেনের পতাকাতলে ফিরে এসেছে এবং এটি একটি উল্লেখযোগ্য ঘটনা।’ কম্বোডিয়ায় আসিয়ান সম্মেলনে অংশ নিতে সুলিভান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে রয়েছেন।

ইউক্রেনের সৈন্যরা খেরসন নগরীতে প্রবেশের পর সুলিভান কথা বলছিলেন। ইউক্রেনের বিশাল অংশ রাশিয়ার দখলের ক্ষেত্রে এ শহর কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ ছিল। সুলিভান বলেন, ‘এটি একটি বড় বিজয় এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইউক্রেনের জনগণের অবিশ্বাস্য দৃঢ়তা ও দক্ষতা এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের নিরলস ও ঐক্যবদ্ধ সহযোগতিার কারণে তা সম্ভব হয়েছে।’

মস্কোর সাথে আলো চনার জন্য বাইডেন প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলো দিমির জেলেনস্কি’কে চাপ দিতে শুরু করেছে এমন খবরের বিষয়ে জানতে চাইলে সুলিভান বলেন, ইউক্রেন নয়, রাশিয়া হলো সেই পক্ষ যাকে সিদ্ধান্ত নিতে হবে আলো চনার টেবিলে যাবে কি না।
আরও দেখুনঃ