বিবৃতিতে ড. ইউনূসের মামলায় প্রভাব পড়বে না: দুদক সচিব। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।তিনি বলেন, নোবেল বিজয়ীসহ বিশ্বের বিশিষ্টজনদের দেয়া বিবৃতি ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলাটি দেশের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী চলবে।
বিবৃতিতে ড. ইউনূসের মামলায় প্রভাব পড়বে না: দুদক সচিব
মাহবুব হোসেন বলেন, দুদক আইনে যে বিষয়ে বলা হয়েছে সে আলোকেই অনুসন্ধান ও তদন্ত হয়। তাই কোনো বিবৃতি মামলায় প্রভাব ফেলবে না। আইন অনুযায়ী মামলা চলবে।দেশে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের বিচার চলছে। এরই মধ্যে শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে জরিমানা অথবা কারাদণ্ডের মুখোমুখি হতে হবে তাকে। অবশ্য মামলা মোকাবিলায় দেশের আদালতে আইনি সব সুযোগ নিয়েছেন ড. ইউনূস।
তবে আইনি লড়াইয়ে হেরে তিনি এবার বিচারককে প্রভাবিত করতে ভিন্ন কৌশলে হাঁটছেন বলে অভিযোগ উঠেছে। নিজের পক্ষে শতাধিক নোবেল বিজয়ীসহ ১৮৩ বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষর সংগ্রহ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক ভাড়াটে জনসংযোগ প্রতিষ্ঠান সিজিওয়ান পিআর নিউজওয়্যার গত ২৭ আগস্ট তাদের ওয়েবসাইটে একটি খোলা চিঠি প্রকাশ করে।

এই খোলা চিঠি প্রকাশের মাস দুয়েক আগে বিপুল অঙ্কের টাকা খরচ করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারে ইউনূসের পক্ষে খেলা চিঠি দেন ৪০ বিশ্বনেতা। অভিযোগ আছে, লবিস্টের মাধ্যমে বিজ্ঞাপন আকারে ওই বিবৃতি দেয়াতে ড. ইউনূসের খরচ হয় ৮০ লাখ টাকা।