ইরানে নতুন সাবমেরিন নির্মাণ, যুক্তরাষ্ট্রের সিরিয়া ত্যাগের দাবি

ইরানে নতুন সাবমেরিন নির্মাণ, যুক্তরাষ্ট্রের সিরিয়া ‘ত্যাগের দাবি। ইরান তার নৌবাহিনীর জন্য নতুন প্রজন্মের ছোট আকারের গাদির সাবমেরিন ও ফাতেহ সাবমেরিন নির্মাণ করার কথা ঘোষণা করেছে।  ইরারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গত সোমবার সাপ্তাহিক ব্রিফিংকালে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অবৈধ উপস্থিতির নিন্দা করেন।ইরান বলেছে, বাহরাইন ও মিসরের সঙ্গে তার দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। এছাড়া তেহরান তার ওপর অব্যাহত মার্কিন অবরোধের তীব্র সমালোচনা করেছে।

ইরানে নতুন সাবমেরিন নির্মাণ, যুক্তরাষ্ট্রের সিরিয়া ত্যাগের দাবি

ইরানী নৌবাহিনীর আকার খুব বড় নয়, তা সত্ত্বেও দেশটি ১৯৯০ এর দশক থেকে রাশিয়ার তৈরি কয়েকটি সাবমেরিন পরিচালনা করে আসছে। এরপর দেশটি ছোট আকারের গাদির ও ১৫৭ ফুট দীর্ঘ ফাতেহ শ্রেণীর সাবমেরিন নির্মাণ করেছে। এসব সামমেরিন সংযোগ উপসাগরীয় অঞ্চলে ইরানি বিপ্লবী রক্ষী বাহিনীর শক্তি বৃদ্ধি করেছে।

ইরানে নতুন সাবমেরিন নির্মাণ, যুক্তরাষ্ট্রের সিরিয়া ত্যাগের দাবি

সিরিয়ার ইরবিলে মার্কিন বাহিনীর ঘাঁটি রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সিরিয়ায় একজন নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে। ইরান বলেছে, সিরিয়া সরকার আমেরিকার সেনাবাহিনীকে তার দেশে আমন্ত্রণ জানায়নি। তাই দেশটিতে মার্কিন উপস্থিতি সম্পূর্ণ বেআইনী কাজ। সিরিয়া সরকারের কর্মকর্তারা তাদের দেশ থেকে সম্ভব দ্রুত মার্কিন বাহিনীকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ইরান সতর্ক করে দিয়ে বলেছে যে, তারা সিরিয়ায় মার্কিন বাহিনীর উপস্থিতিকে আঞ্চলিক শান্তির অন্তরায় বলে মনে করে এবং তার মার্কিনীদের ওপর হামলা চালানোকে উৎসাহিত করতে পারে।

 

ইরানে নতুন সাবমেরিন নির্মাণ, যুক্তরাষ্ট্রের সিরিয়া ত্যাগের দাবি

 

আরও দেখুনঃ

Leave a Comment