আওয়ামী লীগ সব সময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে: প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে আড়াইশ মসজিদ নির্মাণ করা হয়েছে। মানুষ যেন ইসলাম ধর্মের মর্মবাণী জানতে পারে, বুঝতে পারে। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওলামাদের একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সব সময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে: প্রধানমন্ত্রী
তিনি বলেন, কোরআন প্রতিযোগিতায় মুসলিম দেশগুলোর মধ্যে সাফল্য বয়ে নিয়ে এসেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন এক নারী। বিবি খাদিজা সাহসের সঙ্গে নবীজির (সা:) পাশে এসে দাঁড়িয়েছিলেন।
তিনি বলেন, দীর্ঘদিন কওমি মাদ্রাসা অবহেলিত ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সময়োচিত পদক্ষেপ নেওয়ায় মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহার শিখতে পারছে।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিছু মুসলিম লোক এই ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। শেষ বিচারের দায়িত্ব আল্লাহ কাউকে দেননি। নিরীহ মানুষকে হত্যা করার কথা ইসলাম কখনো বলেনি। কোমলমতি ছেলেদের মাথা নষ্ট করে কিছু লোক তাদের বিপথে নিচ্ছে। এদের সম্পর্কে সাবধান থাকতে হবে। সুইসাইড করে, মানুষ মেরে কেউ বেহেস্তে যায় না। এই বিপথ থেকে তাদের রক্ষা করতে হবে। সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। সন্ত্রাসই তাদের ধর্ম। আমাদের সন্তানেরা যেনো বিপথে না যায় সে দিকে বিশেষ দৃষ্টি রাখার আহবান জানান প্রধানমন্ত্রী।
আরও দেখুন: