এবারের একুশে পদক কারা পাচ্ছেন এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন সরকার। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২ প্রতিষ্ঠানকে ২০২৩ সালে এই সম্মননা দেয়া হবে।
এবারের একুশে পদক কারা পাচ্ছেন তার তালিকা প্রকাশ
সাংবাদিকতায় বিশেষ অবদানের অন্য শাহ আলমগীরসহ ৭ জন পাচ্ছেন মরণোত্তর সম্মাননা। আজ (রবিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।
২০২৩ এর একুশে পদক পুরস্কারের জন্য মনোনীতরা হলেন,
ভাষা আন্দোলন বিভাগে খালেদ মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. শামসুল হক (মরণোত্তর) ও মো. মজিবর রহমান।
শিল্পকলা বিভাগে নওয়াজীশ আলী খান; অভিনয়ে শিমুল ইউসুফ ও মাসুদ আলী খান; সংগীতে ফজল-এ-খোদা (মরণোত্তর), মনোরঞ্জন ঘোষাল ও গাজী আব্দুল হাকিম; আবৃতিতে জয়ন্ত চট্টোপাধ্যায়; চিত্রকলায় কনক চাঁপা চাকমা।

সাংবাদিকতা বিভাগে মো. শাহ আলমগীর (মরণোত্তর)। গবেষণা বিভাগে ড. মো. আবদুল মজিদ। মুক্তিযুদ্ধ বিভাগে মমতাজ উদ্দীন (মরণোত্তর)।
শিক্ষা বিভাগে প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর) ও বাংলাদেশ জাতীয় জাদুঘর। সমাজসেবা বিভাগে মো. সাইদুল হক ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
রাজনীতি বিভাগে এড. মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর)। ভাষা ও সাহিত্য বিভাগে ড. মনিরুজ্জামান।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর সরকার এ পুরস্কার দিয়ে আসছে। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
আরও পড়ুনঃ
ঢাকার বাজার দর – রবিবার ১২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ, ২৯ মাঘ ১৪২৭ বাংলা, ২০ রজব ১৪৪২ হিজরি