ওমরাহ হজের মৌসুম ঘোষণা করলো সৌদি

ওমরাহ হজের মৌসুম ঘোষণা করলো সৌদি। পবিত্র হজ পালন শেষে ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ উপলক্ষ্যে সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশের নাগরিকদের ইতিমধ্যে ওমরাহর অনুমতিপত্র দেওয়া শুরু করেছে দেশটির মন্ত্রণালয়।মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মন্ত্রণালয়টি।

ওমরাহ হজের মৌসুম ঘোষণা করলো সৌদি

ওমরাহ হজের মৌসুম ঘোষণা করলো সৌদি

এতে বলা হয় সৌদি নাগরিক এবং সৌদিতে বসবাসরত প্রবাসী পাশাপাশি গালফ কো-অপারেশনভুক্ত দেশের নাগরিকরা নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে ওমরাহ্‌ পালন করতে প্রয়োজনীয় সকল অনুমতি নিতে পারবেন।ওমরাহ যাত্রীদের সেবার মান আরও উন্নত করতে মূলত এই অ্যাপগুলোর ব্যবহার শুরু করা হয়েছে। এ ছাড়া এটি সৌদি ভিশন ২০২৩ এরও অংশ।অপরদিকে, নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে ইচ্ছুকরাও সহজেই অনুমতি পেতে পারেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এদিকে তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের সাথে নুসুক অ্যাপ একীভূত হওয়ায় আবেদনকারীদের স্বাস্থ্যগত বিষয়টি যাচাই করার বিষয়টিও সহজ হয়েছে কর্তৃপক্ষের জন্য।এছাড়া সৌদি আরবের বাইরের দেশ থেকে ওমরাহ পালনকারীদেরও স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

 

ওমরাহ হজের মৌসুম ঘোষণা করলো সৌদি

 

উল্লেখ্য, সৌদিতে ওমরাহ যাত্রীদের প্রবেশের প্রক্রিয়াকে গতিশীল করার জন্য এর আগে ইলেকট্রনিক ভিসা চালু করা হয়েছে ।

আরও দেখুনঃ

Leave a Comment