কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত: ছয়জন নিহত, দুইজন গুরুতর আহত

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি আবাসিক ভবনের ওপর ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে দাতব্য চিকিৎসা সংস্থা পরিচালিত একটি বিমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

বিবিসির বরাতে জানা যায়, অ্যামরেফ ফ্লাইং ডক্টরস নামের দাতব্য সংস্থার একটি সেসনা বিমান সোমালিয়ার হারগেইজার উদ্দেশ্যে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই গিথুরাই এলাকার একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়।

বিমানে কারা ছিলেন?

উক্ত বিমানে পাইলট, এক চিকিৎসক, এক নার্স এবং এক কর্মীসহ মোট চারজন ক্রু সদস্য ছিলেন।
নাইরোবির কিয়ামবু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা নিশ্চিত করেন,

“বিমানে থাকা চারজনই ঘটনাস্থলে নিহত হন।”

এছাড়াও ভবনের আশপাশে অবস্থানরত আরও দুইজন স্থানীয় ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানান তিনি।

বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানায়, “উড্ডয়নের মাত্র তিন মিনিট পরই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তদন্ত উদ্ধার তৎপরতা

অ্যামরেফ ফ্লাইং ডক্টরস-এর প্রধান নির্বাহী স্টিফেন গিটাউ বলেন,

“আমরা দুর্ঘটনার যথাযথ তদন্ত নিশ্চিত করতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এই দুর্ঘটনা নাইরোবির আকাশপথে নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি প্রস্তুতির বিষয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত বিধ্বস্ত বিমানের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।