খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে আরো ছয় মাস

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে আরো ছয় মাস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়াচ্ছে সরকার। এ ব্যাপারে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তার (খালেদার) পরিবার কারাদণ্ড স্থগিত রাখার মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। মতামতে আমি বলেছি যে তার কারাদণ্ড স্থগিতের মেয়াদ আগের শর্তে ৬ মাস বাড়ানো যেতে পারে।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে আরো ছয় মাস

 

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে আরো ছয় মাস

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে আনিসুল হক বলেন, বিদেশ নেওয়ার বিষয়ে আইনি কোনো সুযোগ নেই। আইনি সুযোগ থাকলে আমরা বিবেচনা করতাম। আমার স্বাক্ষরের পর ফাইল ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এর আগে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবার আবেদন করা হয়। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে আরো ছয় মাস

 

গত বছরের জুন মাসে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। 

আরও দেখুনঃ

Leave a Comment