গরিব জনগণের স্বার্থে সুনির্দিষ্ট সিদ্ধান্তসহ সংবিধান সংস্কারের দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের

সংবিধান সংস্কার প্রশ্নে টেকসই ও গরিববান্ধব সিদ্ধান্ত না এলে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটির প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম শনিবার এক সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “সংবিধান সংস্কারের সিদ্ধান্তে গরিব ও বঞ্চিত জনগণের স্বার্থ যেন প্রাধান্য পায়, সে বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার চাই। শুধু ধনী ও ক্ষমতাবানদের স্বার্থ রক্ষায় সংস্কার করলে সেটি জনগণের নয়, একচেটিয়া আধিপত্যের সনদে পরিণত হবে।”

এই বক্তব্য তিনি দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে, যা আয়োজন করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আহ্বান

হাসনাত কাইয়ূম আরও বলেন: “১৯৭১ ও ১৯৯০ সালের মতো জনগণের রক্ত-ঘামে অর্জিত বিজয় আজ কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এতে গণতন্ত্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।”

তিনি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান, যেন তারা ন্যায্য বিচার, টেকসই সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করে।

সমাবেশের আয়োজন কর্মসূচি

সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জিয়ারুল ইসলাম সুমন।
বিশেষ বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দীন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা “সংবিধান গরিবের হোক”, “সংস্কারে হোক জনস্বার্থ” ইত্যাদি স্লোগান দেয়।

মূল বক্তব্যের সারাংশ:

বিষয়ের ধরনবিবরণ
দাবিসংবিধান সংস্কারে গরিবদের স্বার্থে সুনির্দিষ্ট সিদ্ধান্ত
সংগঠনরাষ্ট্র সংস্কার আন্দোলন
মূল বক্তাহাসনাত কাইয়ূম (প্রধান সমন্বয়ক)
অবস্থানটেকসই সিদ্ধান্ত ছাড়া ‘জুলাই সনদ’ স্বাক্ষর নয়
আয়োজকরাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন (নারায়ণগঞ্জ জেলা কমিটি)
অনুষ্ঠানের স্থান ও সময়নারায়ণগঞ্জ প্রেসক্লাব এলাকা, শনিবার
বিক্ষোভ মিছিলশহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে

 

এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র সংস্কার আন্দোলন আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সংবিধান সংস্কার শুধু ক্ষমতার পুনর্বণ্টন নয়, বরং জনগণের মৌলিক অধিকার, বিশেষ করে গরিব ও বঞ্চিত শ্রেণির কল্যাণ নিশ্চিতের বিষয়।