গাজায় ইসরাইলের হামলায় নিহত ৪৪, এক বাড়িতেই প্রাণ গেল ২৩ জনের

গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৩ জন একই পরিবারের সদস্য, যারা গাজার মধ্যাঞ্চলের আল-বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলায় প্রাণ হারান।

গাজা শহর থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর জানান, ‘আজকের হামলায় ৪৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে শুধু ক্রিনাউই পরিবারের বাড়িতে ২৩ জনের মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

গাজা উপত্যকায় সংঘাত শুরুর পর থেকে প্রতিদিনই ইসরাইলি হামলায় হতাহতের খবর আসছে। মানবিক সংকটও আরও ভয়াবহ রূপ নিচ্ছে।