তৃতীয়বারের মতো চন্দ্রভিযান স্থগিত করেছে জাপান। সোমবার (২৮ আগস্ট) প্রতিকূল আবহাওয়ার কারণে জাপানের মহাকাশ ‘সংস্থা তাদের ‘মুন স্নাইপার’ মিশন স্থগিত করে। রকেট উৎক্ষেপণের পরিকল্পিত সময়ের ঠিক আধ ঘণ্টা আগে এই ঘোষণা আসে। এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, জাপানের মহাকাশ সংস্থা চন্দ্রভিযান শুরুর নতুন তারিখ জানায়নি। তবে প্রবল বাতাসের কারণে চন্দ্রভিযান স্থগিত করার কথা জানিয়েছে সংস্থাটি।
চন্দ্রভিযান স্থগিত করল জাপান
জাপানের দক্ষিণে অবস্থিত তানেগাশিমা দ্বীপ থেকে এই রকেটটি উৎক্ষেপণের কথা ছিল। এটি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা), নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসে) যৌথ উদ্যোগে নির্মিত একটি গবেষণা স্যাটেলাইট বহন করছিল।রকেট উৎক্ষেপণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা তাতসুরু তকুনাগা জানান, আবারও এই অভিযানের প্রস্তুতি নিতে অন্তত তিন দিন সময় দরকার।

গত সপ্তাহে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করে ভারত। তারও আগে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন চাঁদের মাটিতে পা রেখেছিল। তবে তারা দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারেনি।অন্যদিকে জাপান এর আগে নাসার আর্টেমিস-১ অভিযানের অংশ হিসেবে চাঁদে ওমোতেনাশি নামে একটি মহাকাশযান পাঠাতে চেষ্টা করেছিল। কিন্তু এই অভিযানও ব্যর্থ হয়।