জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু হবে কাল, এবার জয়পুরহাট চিনিকলে ৩০ হাজার ১০০টন আখ থেকে ১ হাজার ৮৬৬ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগামীকাল আখ মাড়াই শুরু হবে। বিকেল ৩টায় দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলের ২০২২-২৩ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে চিনিকল প্রাঙ্গনে আখচাষী ও শ্রমিক কর্মচারী সমন্বয়ে এক সুধি সমাবেশ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু হবে কাল
এতে প্রধান অতিথি থাকবেন জয়পুর-হাট-১ আসনের সংসদ সদস্য এড. সামছুল আলম দুদু। বিশেষ অতিথি থাকবেন বিএসএফআইসির পরিচালক (অর্থ) ও সরকারের যুগ্ম-সচিব খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জয়পুর-হাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান।
জয়পুর-হাট চিনিকলের এটি ৬০তম আখ মাড়াই মৌসুম। আখ মাড়াই মৌসুম শুরু উপলক্ষে জয়পুর-হাট চিনিকলের অধিন ১০ টি সাব জোনের আখ ক্রয় কেন্দ্র গুলো ইতোমধ্যে মেরামত ও সংস্কার করা হয়েছে। অন্যান্য ফসলের দামের সঙ্গে সঙ্গতি রেখে আখের মূল্যও বাড়িয়েছে সরকার। এবার মিলগেটে আখের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৪ হাজার ৪৫০ টাকা এবং বাইরের ক্রয় কেন্দ্রের জন্য ৪ হাজার ৪৪০ টাকা।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
আখের মূল্য বাড়ানোর ফলে আখ চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন বলে জানান, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান। ২০২২-২০২৩ মাড়াই মৌসুমে ২৫ দিন মিল চালু থাকবে এবং চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৬ দশমিক ২ ভাগ। এতে এবার ৩০ হাজার ১০০ টন আখ মাড়াই করে ১ হাজার ৮৬৬ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জয়পুর-হাট চিনিকল কর্তৃপক্ষ।
এ ছাড়াও দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুর-হাট চিনিকলে চলতি ২০২২-২০২৩ আখ রোপণ মৌসুমে ৬ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতোমধ্যে ১ হাজার ৫৪০ একর জমিতে আখ রোপন সম্পন্ন হয়েছে।
রোগ বালাই মুক্ত আখ উৎপাদনের লক্ষ্যে ১০টি সাব জোনে আড়াই শতাধিক আখচাষীকে এবার প্রশিক্ষণ প্রদান করা রয়েছে বলে জানান, জয়পুরহাট চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মো. তারেক ফরহাদ। চিনিকল সূত্র জানায়, আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারি সহায়তা হিসাবে গত আখ রোপণ মৌসুমে ১ কোটি ৯০ লাখ টাকা ঋণ সুবিধা প্রদান করা হয়েছে।
ঋণপ্রাপ্ত আখচাষীর সংখ্যা হচ্ছে ২ হাজার ৭০০ জন। এর মধ্যে রয়েছে সার ও উন্নতমানের আখ বীজসহ অন্যান্য উপকরণ। আখ মিলে সরবরাহ করার পর ঋণের টাকা পরিশোধ করতে হয় ফলে ঋণ পরিশোধ করার জন্য আখচাষীদের কোন বাড়তি চাপ থাকে না। গত ২০২১-২০২২ মাড়াই মৌসুমে ২১ হাজার ৪৪৯ টন আখ মাড়াই করে ১ হাজার ১৬২ টন চিনি উৎপাদন করা হয়েছিল বলে জানান, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থপানা পরিচালক।