ইরানের ৪ মাসে জাফরান রপ্তানি বেড়েছে ৭০ শতাংশ

ইরানের ৪ মাসে জাফরান রপ্তানি বেড়েছে ৭০ শতাংশ। ইরানি জাফরান রপ্তানিকারক ও বিক্রেতা ইউনিয়নের চেয়ারম্যান গোলামরেজা মিরি জানিয়েছেন, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) ইরানের ‘জাফরান রপ্তানি মূল্যের দিক দিয়ে ৭০ শতাংশ বেড়েছে।

ইরানের ৪ মাসে জাফরান রপ্তানি বেড়েছে ৭০ শতাংশ

ইরানের ৪ মাসে জাফরান রপ্তানি বেড়েছে ৭০ শতাংশ

মিরির মতে, ইরানি জাফরান চাষীরা উল্লিখিত চার মাসে ১৩ দশমিক ৬ টন পণ্য রপ্তানি করেছে।মূল্যের দিক থেকে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ৬৩ শতাংশ বেড়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

আইআরআইবি এই খবর জানিয়েছে।মিরি বলেন, আগের ক্যালেন্ডার বছরে দেশ থেকে ২ লাখ ৩৯ হাজার টনের বেশি জাফরান রপ্তানি হয়।ইরান বিশ্বের অন্যতম শীর্ষ জাফরান উৎপাদনকারী দেশ। দেশটির উৎপাদিত ৯০ শতাংশেরও বেশি জাফরান বিদেশে রপ্তানি করা হয়।

 

ইরানের ৪ মাসে জাফরান রপ্তানি বেড়েছে ৭০ শতাংশ

 

আরও দেখুনঃ

Leave a Comment