জুলাই মাসে ভারতের খুচরা মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৪ শতাংশ। সবচেয়ে বেশি হারে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ৫১ শতাংশ। মূলত জুলাই মাসে দেশটির বিভিন্ন কৃষি উৎপাদনকেন্দ্রে অতিবৃষ্টির কারণে খাদ্যের দাম এতটা বেড়েছে, যার প্রভাব পড়ছে সামগ্রিক মূল্যস্ফীতিতে।
জুলাই মাসে ভারতে গত ১৫ মাসে সর্বোচ্চ খুচরা মূল্যস্ফীতি
জুন মাসে দেশটিতে খুচরা ‘মূল্যস্ফীতির’ হার ছিল ৪ দশমিক ৮১ শতাংশ। মে মাসে এই হার ছিল ৪ দশমিক ৩১ শতাংশ। জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও তা ৪ শতাংশের ঘরেই ছিল। এবার এক মাসে তা প্রায় ৩ শতাংশ বেড়েছে।এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে ভারতে খুচরা’ মূল্যস্ফীতির’ হার ছিল ৭ দশমিক ৭৯ শতাংশ। অর্থাৎ এবারের জুলাই মাসে তা সেই নজিরের কাছাকাছি পৌঁছেছে।
সোমবার প্রকাশিত ভারত সরকারের পরিসংখ্যানে জানা যায়, গত বছরের তুলনায় ভোজ্যতেল ও সবজির দাম বেড়েছে। সবজির কনজ্যুমার প্রাইস ইনডেক্স বা সিপিআই (উপভোক্তা মূল্যসূচক) জুন মাসে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ; জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১ শতাংশ।চলতি বছরের জুলাই মাসে ভারতে সবজির দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে শস্য ও দানাজাতীয় খাদ্যের ক্ষেত্রে তা বেড়েছে ১৩ শতাংশ।

জুলাই মাসে সামগ্রিকভাবে খাদ্য মূল্যস্ফীতির ‘হার ১১ দশমিক ৫১ শতাংশ হলেও আগের মাস জুনে তা ছিল মাত্র ৪ দশমিক ৫৫ শতাংশ।
আরও দেখুনঃ