তিন মাসে বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

তিন মাসে বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে এসব ভিডিও সরিয়ে ফেলেছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক।টিকটকের ‘প্রতিবেদনে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের ‘দায়ে বিশ্বজুড়ে এই প্ল্যাটফর্ম থেকে ভিডিও সরানো হয়েছে ৯ কোটি ১০ লাখ ৩ হাজার ৫১০টি। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা ভিডিওর প্রায় ০ দশমিক ৬ শতাংশ। 

 

তিন মাসে বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

তিন মাসে বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

এই ভিডিওগুলোর মধ্যে অটোমেটেড সিস্টেমের মাধ্যমে ৫ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৯১১টি ভিডিও সরানো হয়েছে। তবে সেগুলোর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬২ লাখ ৯ হাজার ৮৩৫টি ভিডিও ফিরিয়ে দেওয়া হয়েছে। 

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

১৩ বছরের কমবয়সী ব্যবহারকারী সন্দেহে এক কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৮৪টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। এছাড়া ভুয়া সন্দেহে পাঁচ কোটি ১২ লাখ ৯৮ হাজার ১৩৫টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।  

 

তিন মাসে বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

 

এর আগে ২০২২ সালের শেষ তিন মাসে বিশ্বব্যাপী মোট ৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরানো হয়। 

আরও দেখুন:

Leave a Comment