রাজধানীর নিউ মার্কেটের ধ্বংসাবশেষ অপসারণ শুরু

রাজধানীর নিউ মার্কেটের ধ্বংসাবশেষ অপসারণ শুরু। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপস্থিতিতে সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিক থেকে সিটি করপোরেশনের কর্মীরা পোড়া মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।

জানা যায়, নিউ সুপার মার্কেটের প্রায় ১২০০ দোকানের মধ্যে আড়াইশ’ দোকান পুড়লেও বাকি দোকানগুলো এখনো অক্ষত আছে। তাই দোকানিরা চান দ্রুত মার্কেটটি খুলে দেওয়া হোক। এতে যে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়নি, সেই ব্যবসায়ীরা বেচাবিক্রি করতে পারবেন। যদিও মার্কেটটি চালুর বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি সিটি করপোরেশন।

রাজধানীর নিউ মার্কেটের ধ্বংসাবশেষ অপসারণ শুরু

রাজধানীর নিউ মার্কেটের ধ্বংসাবশেষ অপসারণ শুরু

উল্লেখ্য, গত শনিবার ভোরে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগে। প্রায় ৩ঘন্টার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু করেন আগুন নেভানোর কাজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে আগুন রূপ নেয় দানবীয় আকারে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রনে আসে। এসময় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গেযোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও। প্রায় ২৭ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে আগুন।

 

রাজধানীর নিউ মার্কেটের ধ্বংসাবশেষ অপসারণ শুরু

 

আরও দেখুনঃ

Leave a Comment