নির্বাচনের মাঠ ফাঁকা রাখতেই বিএনপির ১৫ নেতার কারাদণ্ড: রিজভী।রাজধানীর ভাটারা থানায় করা নাশকতার মামলায় দলের ১৫ নেতাকে কারাদণ্ডের রায়ের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে এই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম মামলার রায় ঘোষণা করে আসামিদের অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেন।
নির্বাচনের মাঠ ফাঁকা রাখতেই বিএনপির ১৫ নেতার কারাদণ্ড: রিজভী
এসব রায় ফরমায়েশি উল্লেখ করে রিজভী বলেন, আমরা আগেই বলেছি এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার নির্বাচনী মাঠ খালি রাখতেই এলাকার জনপ্রিয় নেতাদের সাজানো মামলায় কারাদণ্ড দিয়ে জেলে ঢোকাচ্ছে।
তিনি আরো বলেন, এতদিন রায় দিল না, অথচ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি মাঠ শূন্য রাখতে দিনরাত কোর্ট বসিয়ে একদিনে ১৫ থেকে ২০ জন সাক্ষী এনে মামলা দ্রুত নিষ্পত্তি করে নেতাদের জেলে ঢুকানো হচ্ছে। জেল-জুলুম দিয়ে, ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি নির্বাচনে যাবে না এবং একদলীয় নির্বাচন এদেশে হতে দেবে না।

আদালতের এ রায়ে বিচলিত নন উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, সারাদেশই একটি বন্দিশালা। আজকে খালেদা জিয়া অন্তরীণ, তারেক রহমানকে দেশান্তরি করে রাখা হয়েছে। সবাই খালেদা জিয়া ও তারেক রহমান হয়েই এই জালিম শাহী সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। আমি জেলে গেলেও লাখ লাখ হাবিব এ সরকারকে বিদায় করতে রাজপথে আছে এবং থাকবে।
এ বিষয়ে সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, যে ঘটনায় আমাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেদিন আমি আমার নির্বাচনি এলাকা কুষ্টিয়ায় ছিলাম। ওপর আল্লাহ একজন আছেন। তিনি সব দেখছেন। তারপরও আমার জেল নয়, জীবনের বিনিময়েও যদি দেশের গণতন্ত্র মুক্তি পায়, খালেদা জিয়া মুক্তি পান, দেশবাসী যদি বাকস্বাধীনতা ফিরে পায় তাহলে আমি হেসে হেসে শহীদ হয়ে যাবো।
আরও দেখুনঃ