নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে মার্কিন ভ্রমণে সতর্কতা: পররাষ্ট্রমন্ত্রী । শনিবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ মন্তব্য করে বলেন, বাংলাদেশে কোনো অস্থিরতা ‘নেই তারপরও আমেরিকা তাদের নাগরিকদের জন্য যে সতর্কতা দিয়েছে তা তাদের নিজস্ব বিষয়।
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে মার্কিন ভ্রমণে সতর্কতা: পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, একটি দেশের নির্বাচনের আগে কোনো কোনো দেশ এসব সতর্কতা জারি করে মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে একটি মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর হালনাগাদ সতর্কতা জারি করেছে। হালনাগাদ করা ওই ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, অপরাধ, সন্ত্রাসবাদ এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ ভ্রমণে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

মন্ত্রী বলেন, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো বিশ্ব রাজনীতির একটা খেলা। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে আমেরিকা পর্যবেক্ষক না পাঠালে তাতে বাংলাদেশের কিছু আসে যায় না।
তিনি বলেন, যারা মানবতার এজেন্ট হিসেবে কাজ করে, তারা এখন মানবতাকে হত্যায় শামিল হয়েছে। এত মানুষ মারা যাচ্ছে, সবাই নিশ্চুপ। তাদের মানবতা আসলে প্রশ্নবিদ্ধ। আমরা যুদ্ধ চাই না। আমরা ১১ লাখ লোককে আশ্রয় দিয়েছি। আর ফিলিস্তিনে লাখ লাখ লোককে বিতারিত করছে। এটা মানবতার জন্য লজ্জাজনক।
আরও দেখুনঃ