চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া গেল সালফার

চাঁদের দক্ষিণ ‘মেরুতে পাওয়া গেল সালফার ,এ খবর নিশ্চিত করেছে ভারতের চন্দ্রযান ৩ এর রোভার প্রজ্ঞান। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মঙ্গলবার সন্ধ্যায় এই খবর জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া গেল সালফার

চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া গেল সালফার 

ইসরো আরও জানিয়েছে, সালফারের পাশাপাশি অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেনের অস্তিত্বও মিলেছে চাঁদের দক্ষিণ ‘মেরুতে। এখন হাইড্রোজেনের সন্ধান করছে প্রজ্ঞান।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

গত ২৪ অগস্ট ভোরে ল্যান্ডার বিক্রম থেকে নেমে এসেছিল রোভার প্রজ্ঞান। তার পর থেকে ছ’চাকা বিশিষ্ট এই যান চাঁদে অনুসন্ধান চালাচ্ছে। প্রজ্ঞানে রয়েছে লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ (এলআইবিএস)। নমুনা সংগ্রহ করে তা লেজার প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে। বেঙ্গালুরুর ইসরোতে ইলেক্ট্রো-অপটিকস সিস্টেমের গবেষণাগারে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। 

 

 

চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া গেল সালফার

 

আরও দেখুনঃ

Leave a Comment