পাল্টা হামলা তো কেবল শুরু, আমরা হামাসকে ধ্বংস করব: নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনির গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা হামলা মাত্র শুরু হয়েছে। গত শনিবার ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা চালায়।
ওই দিনই গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে। টানা ৮ দিন ধরে ঘন বসতিপূর্ণ অঞ্চলটিতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইহুদী দেশটি।
পাল্টা হামলা তো কেবল শুরু, আমরা হাXমাসকে ধ্বংস করব: নেতানিয়াহু
এসব বোমা হামলায় প্রায় ২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের শতকরা ৬০ ভাগেরও বেশি শিশু। আহত হয়েছে আরও প্রায় ৭ হাজার। এর মধ্যে স্থানীয় সময় শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন নেতানিয়াহু।
এ সময়ে ইসরায়েল গাজা ৬ হাজার বোমা বর্ষণ করেছে। বিশ্বের ইতিহাসে এতো ছোট জায়গায় এতো বিপুল হামলা আর কখনো ঘটেনি। গত ৭ অক্টোবর স্বাধীনতাকামী ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা ইসরায়েলে বড় ধরণের হামলা চালায়। যাতে ১৩০০ ইসরায়েলি নিহত হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী দম্ভোক্তি করে বলেন, ‘সবাই জানে আমরা ‘জন্মভূমি’র জন্য ’সিংহে’র মতো লড়াই করছি। আমরা হামাসের হামলার ঘটনা কখনোই ভুলব না। আমরা তাদের ওপর এমন হামলা চালাবো, যা তারা কখনোই ভাবতে পারেনি।’
পাল্টা হামলা জোরদার করা নিয়ে টেলিভিশনে দেওয়া ভাষণে বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা হামাসকে ধ্বংস করে দেব। আমরা জয়ী হব, তবে এ জন্য কিছুটা সময় লাগতে পারে।’
আরও দেখুনঃ