প্রকাশ্যে এলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, ঘোষণা দিলেন দেশ ছেড়ে যাবেন না

জেন-জির (Gen-Z) আন্দোলনের মুখে চলতি মাসেই ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে ক্ষমতা হারানোর এক মাসও না যেতেই তিনি প্রকাশ্যে এসে জানালেন, দেশ ছেড়ে পালানোর কোনও ইচ্ছে নেই তার। অলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেও তিনি নেপাল ছেড়ে যাবেন না।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডু আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে অলি সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনারা কি মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাব? তা কখনও হবে না।”

সাবেক প্রধানমন্ত্রী আরও যোগ করেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা নেপালকে আবারও সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনব। দেশকে শান্তি ও সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাব।”

 

প্রায় আঠারো দিন আগে জেন-জিদের তীব্র আন্দোলনে বিপর্যস্ত হয়ে সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান কেপি শর্মা অলি। এরপর থেকে আড়ালে থাকলেও অবশেষে শনিবার তিনি প্রকাশ্যে আসেন।

 

অলি অভিযোগ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, বরং সহিংসতা ও ভাঙচুরের পথ ধরে তারা ক্ষমতায় এসেছে।
এছাড়া, তিনি কোনও ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলে দাবি করে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন: “আন্দোলনের সময় আমি প্রশাসনকে যে নির্দেশনা দিয়েছিলাম, সেই সব রেকর্ডিং প্রকাশ করা হোক।”

 

অলির অভিযোগ, অন্তর্বর্তী সরকার শুধু তাকে নয়, তার মন্ত্রিসভার অনেক সাবেক সদস্যের পাসপোর্টও জব্দের পরিকল্পনা করছে। তার মতে, এই পদক্ষেপে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হবে।

 সূত্র: কাঠমান্ডু পোস্ট