ফুটবল ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ৪, আহত ১২

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ফুটবল ম্যাচ শেষে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় মধ্যরাতের দিকে অঙ্গরাজ্যটির লিল্যান্ড শহরের প্রধান সড়কে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

লিল্যান্ডের মেয়র জন লি জানান, সেদিন স্থানীয় এক হাইস্কুলের ফুটবল ম্যাচ শেষে বিজয়ী দলের উদ্‌যাপন চলছিল। প্রধান সড়কে তখন বিপুল ভিড় জমে। সেই সময়ই অজ্ঞাত হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। আহতদের মধ্যে চারজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি, তবে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, ওই দিনটি ছিল যুক্তরাষ্ট্রের স্কুল-কলেজের সাবেক শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পুনর্মিলনী অনুষ্ঠান ‘হোমকামিং ডে’। দিনটি উপলক্ষে স্থানীয় হাইস্কুলের পক্ষ থেকে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। ফলে সেদিন শহরে লোকজনের উপস্থিতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

এদিকে, একই রাতে মিসিসিপিরই আরেক ছোট শহর হাইডেলবার্গে পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেখানেও স্থানীয় ‘হোমকামিং’ সপ্তাহান্তের উদ্‌যাপন চলাকালে গুলিতে দুইজন নিহত হন বলে জানিয়েছেন শহরটির পুলিশপ্রধান কর্নেল হোয়াইট।

পুলিশ জানিয়েছে, লিল্যান্ড ও হাইডেলবার্গের গুলিবর্ষণের ঘটনাগুলোর মধ্যে কোনও যোগসূত্র পাওয়া যায়নি। তবে উভয় ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চাইছে।