বিচার বিভাগ শুধু আওয়ামী লীগের কাছে স্বাধীন, দেশবাসির কাছে নয়: রিজভী

বিচার বিভাগ শুধু আওয়ামী লীগের কাছে স্বাধীন, দেশবাসির কাছে নয়: রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী অভিযোগ করেন, এই বিচার শেখ হাসিনার কাছে স্বাধীন, শুধু আওয়ামী লীগের কাছে স্বাধীন, দেশবাসির ‘কাছে নয়। যারা বিচার বিভাগকে শেষ আশ্রয় বলে মনে করে। জনগণ সেই আশ্রয়টা হারিয়েছে। আদালত এখন ফ্যাসিবাদের আশ্রয়দাতায় পরিণত হয়েছে। 

বিচার বিভাগ শুধু আওয়ামী লীগের কাছে স্বাধীন, দেশবাসির কাছে নয়: রিজভী

মঙ্গলবার রাত ১১টায় সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, জনগণ কোন জনগণ? শেখ হাসিনার বাছাই কার জনগণ? শেখ হাসিনার বাছাই করা জনগণ তো আর জনগণ না। জনগণ হচ্ছে দেশের রেজিস্টার্ড, যারা ভোটার তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে। কিন্তু ওনি তো এই পদ্ধতি তুলে দিয়েছেন। উনি মনে করেছেন একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী উনাকে টিকে রাখবে। উনার ভোটটা দেয় আইনশৃঙ্খলাবাহিনী। 

 

বিচার বিভাগ শুধু আওয়ামী লীগের কাছে স্বাধীন, দেশবাসির কাছে নয়: রিজভী

 

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার অধিনে নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা। সেখানে ভোটাররা তো যাবে না।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের জবাবে রিজভী বলেন, উনিতো অনেক আগেই জনগণকে ত্যাজ্য করেছেন। ভোটররা ভোট কেন্দ্রে যাওয়াটা উনি বন্ধ কেরে দিয়েছেন। উনার ভোটটা করে দেয় আইনশৃঙ্খলাবাহিনী। এটা প্রমাণ দৃশ্যমান। শেখ হাসিনা তার অবৈধ সত্ত্বাকে টিকিয়ে রাখার জন্য, তার অপকর্মগুলোকে বৈধ বলে তিনি স্বীকার করবেন। কিন্ত জনগণ এটা শিকার করে না। আর্ন্তজাতিক সম্প্রদায়ও এটা শিকার করে না। 

 

বিচার বিভাগ শুধু আওয়ামী লীগের কাছে স্বাধীন, দেশবাসির কাছে নয়: রিজভী

 

সব দলের অংশগ্রহণ ছাড়া কি অংশগ্রহণমূলক নির্বাচন হয় এমন প্রশ্ন করে রিজভী বলেন, শেখ হাসিনা নিজে কিছু রাজনৈতিক তত্ত্ব দিচ্ছেন। তার সুবিধার্থে। তার ফ্যাসিবাদের পক্ষে যেটুকু যায়, সেটুকই বলার চেষ্টা করছেন। কিন্তু এবার এসমস্ত তামাশা আর করতে পারবেন না। এবার তাকে অবাধ স্বচ্ছ নির্বাচন দিতেই হবে। তার পদত্যাগ করতেই হবে। এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটা জনগণের দাবি। তার অপকর্ম যদি আবার করার চেষ্টা করেন তাহলে জনগণ চরমভাবে প্রতিরোধ করবে।

আরও দেখুনঃ

 

Leave a Comment