ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অতিরিক্ত ৮ বিলিয়ন ডলার ব্যয় বাংলাদেশের

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অতিরিক্ত ৮ বিলিয়ন ডলার ব্যয় বাংলাদেশের। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী মঙ্গলবার এক ওয়েবিনারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধের’ কারণে জ্বালানিসহ বিভিন্ন আমদানি পণ্যের দাম বেড়েছে। আমদানি ব্যয় মেটাতে ৮ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অতিরিক্ত ৮ বিলিয়ন ডলার ব্যয় বাংলাদেশের

জ্বালানি নিরাপত্তায় বঙ্গবন্ধুর দর্শন: অর্জন ও প্রয়োগ- শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করে বাংলাদেশ এনার্জি সোসাইটি। 

 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অতিরিক্ত ৮ বিলিয়ন ডলার ব্যয় বাংলাদেশের

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, একক কোনো জ্বালানির ওপর নির্ভর করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। পরিবেশকে প্রাধান্য দিয়ে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হবে। সৌর বিদ্যুৎ দিয়ে দিনের চাহিদার একটা বড় অংশ পূরণের কথা ভাবছে সরকার।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর নুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ড. ম. তামিম, পিডিবির সাবেক চেয়ারম্যান এএসএম আলমগীর কবির, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল ই ইলাহী, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও জ্বালানি সচিব ড. খায়রুজ্জামান মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করে ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীন। 

 

খুনী রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য মার্কিন সরকারের সহযোগিতা কামনা

 

সেমিনারে অন্য বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে দেশি কয়লা গ্যাস উত্তোলন ও অনুসন্ধানে জোর দিতে হবে। এটাই বঙ্গবন্ধুর দর্শন।

আরও দেখুন:

Leave a Comment