ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নষ্টে পশ্চিমা বিশ্বের চেষ্টা অর্থহীন: পুতিন

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নষ্টে পশ্চিমা বিশ্বের চেষ্টা অর্থহীন: পুতিন।কৃষ্ণ সাগরের তীরবর্তী সোচি শহরে একটি অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে এ মন্তব্য করে বলেছেন, ‘পশ্চিমারা আসলে তাদের সকলের সঙ্গেই শত্রুতা করতে চায়, যারা তাদের একাধিপত্য মেনে নেয় না। সকলেই ঝুঁকির মধ্যে রয়েছে। এমনকি, ভারতও, কিন্তু ওদের নেতৃত্ব নিজেদের দেশের মানুষের স্বার্থে স্বাধীন ভাবে কাজ করতে চায়। বর্তমান ভারতের জনসংখ্যা দেড়শো কোটিরও বেশি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ওই দেশ আরও শক্তিশালী হয়ে উঠছে।’ 

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নষ্টে পশ্চিমা বিশ্বের চেষ্টা অর্থহীন: পুতিন

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নষ্টে পশ্চিমা বিশ্বের চেষ্টা অর্থহীন: পুতিন

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দু’দেশে শান্তি ফেরানোর কথা বললেও সরাসরি রাশিয়ার বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য করেননি। এমনকি, মস্কোর থেকে তেল আমদানিও বন্ধ করেনি নয়াদিল্লি। অন্যদিকে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের বেশির ভাগ দেশ রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে মস্কোর উপরে চাপিয়েছে অনেক নিষেধাজ্ঞা। 

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শুধু ভারত সম্পর্কেই নয়, পরমাণু যুদ্ধ নিয়েও পশ্চিম ইউরোপের দেশগুলি এবং আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পুতিন। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, খুব সম্প্রতি রাশিয়া একটি স্ট্র্যাটেজিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। তাঁর বক্তব্য, হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সেই ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে ভবিষ্যতে পরমাণু অস্ত্র পরীক্ষা করার সম্ভাবনাও উড়িয়ে দেননি পুতিন। ১৯৯০ সালে পরে সেই ভাবে আর কখনও পরমাণু অস্ত্রের পরীক্ষা করেনি রাশিয়া। কিন্তু তাদের উপরে কেউ আঘাত হানলে মস্কো তাদের ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। সেই প্রসঙ্গেই অদূর ভবিষ্যতে পরমাণু অস্ত্র পরীক্ষার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে রেখেছেন পুতিন।

 

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নষ্টে পশ্চিমা বিশ্বের চেষ্টা অর্থহীন: পুতিন

 

আরও দেখুনঃ

Leave a Comment