ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ । ভারতে আবার বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। রোববার দেশটিতে নতুন করে প্রায় ছয় হাজার ব্যক্তির করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলো কতটা প্রস্তুত, তা যাচাই করতে চালানো হচ্ছে মহড়া। গত সোমবার ও আজ মঙ্গলবার এই মহড়া চালানো হয়।

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

ভারতে বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা প্রায় ৩৫ হাজার। বিশাল জনসংখ্যার তুলনায় এ সংখ্যাকে কমই বলা যায়। তবে ভাইরাসটির সংক্রমণ আরও বাড়তির দিকে যাওয়া রুখতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

 

উল্লেখ্য, ২০২১ সালে করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। ভাইরাসটির সংক্রমণে সেবার মারাত্মক পরিস্থিত দেখা দিয়েছিল দেশটিতে। অনেক হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল। সংকটাপন্ন রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল তাদের। এতে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ভারত সরকার।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

এবার রোগীরা বেশি আক্রান্ত হচ্ছেন করোনার অমিক্রন ধরনের এক্সবিবি.১.১৬ উপধরনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তারা এই উপধরন ও ভারতে উপধরনটির ছড়িয়ে পড়ার ওপর নজর রাখছে। আর অনেক বিশেষজ্ঞের অভিমত, উপধরনটি প্রাণঘাতী নয়।

 

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

 

আরও দেখুনঃ

Leave a Comment