মুুলতান টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড

মুুলতান টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড, পেস বোলিং তোপে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে  মুলতান টেস্ট জিতেছে সফরকারী ইংল্যান্ড। এই টেস্ট জিতে এক ম্যাচ বাকী রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো সফরকারী ইংল্যান্ড।

মুুলতান টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড

 

 

মুুলতান টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড

সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যা-ন্ড ২৬ রানে হারিয়েছে পাকিস্তানকে। সিরিজ জয়ের সাথে ২-০ ব্যবধানে এগিছের থাকলো ইংলিশরা। ২০০০ সালের পর আবারও পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতলো ইংল্যা-ন্ড। সর্বশেষ ২০০০ সালে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো ইংলিশরা।

তৃতীয় দিন শেষে রোমাঞ্চকর অবস্থায় ছিলো মুলতান টেস্ট। ইংল্যা-ন্ডের ছুঁেড় দেয়া ৩৫৫ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৯৮ রান তুলেছিল  পাকিস্তান। ম্যাচটি জিততে বাকী দু’দিনে ১৫৭ রান দরকার ছিলো পাকিস্তানের। ইংল্যা-ন্ডের প্রয়োজন ছিলো ৬ উইকেট।

চতুর্থ দিনের ৩৫তম বলে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন ইংল্যা-ন্ডের অকেশনাল স্পিনার জো রুট। ৩ রান নিয়ে খেলতে নামা ফাহিম আশরাফকে ১০ রানে আউট করেন রুট। এই উইকেট নিয়ে টেস্টে ৫০ শিকার পূর্ণ করেন রুট। টেস্টে অন্তত ১০ হাজার রান ও ৫০ উইকেট শিকারী তৃতীয় খেলোয়াড় হলেন রুট।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

দলীয় ২১০ রানে পঞ্চম ব্যাটার হিসেবে ফাহিমের আউটের পর জুটি বাঁধেন সউদ শাকিল ও মোহাম্মদ নাওয়াজ। ইংল্যা-ন্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। ষষ্ঠ উইকেটে ১৩১ বলে ৮০ রান যোগ পাকিস্তানকে জয়ের পথে রাখেন শাকিল ও নাওয়াজ।

পরপর দুই ওভারে শাকিল ও নাওয়াজকে শিকার করে ম্যাচের লাগাম ইংল্যা-ন্ডের হাতে তুলে দেন পেসার মার্ক উড। ৬২ বলে ৪৫ রান করেন নাওয়াজ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৪ রানে থামেন শাকিল। তার ২১৩ বলের ইনিংসে ৮টি চার ছিলো। ৫৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন শাকিল।

শাকিল-নাওয়াজের বিদায়ের পর লোয়ার-অর্ডারে লড়াই করার চেষ্টা করেন আগা সালমান ও আবরার আহমেদ। অষ্টম উইকেটে ১৭ বলে ১৯ রান তুলে দলের আশা ধরে রেখেছিলেন সালমান ও আবরার। বল হাতে অভিষেক টেস্টে ১১ উইকেট নিয়ে চমক দেখানো আবরারকে ১৭ রানে শিকার করে জুটি ভাঙ্গেন ইংল্যা-ন্ডের বর্ষীয়ান পেসার জেমস এন্ডারসন। ১২ বল খেলে ৪টি চার মারেন আবরার।

 

মুুলতান টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড

 

আবরারের পর পাকিস্তানের শেষ দুই ব্যাটার জাহিদ মাহমুদ ও মোহাম্মদ আলি শূন্য রানে ফিরলে ৩২৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৩১ বলে ২০ রানে অপরাজিত থাকেন সালমান। ইংল্যা-ন্ডের উড ৬৫ রানে ৪টি ও এন্ডারসন ৪৪ ও ওলি রবিনসন ২৩ রানে ২টি করে উইকেট নেন। দুই ইনিংসে যথাক্রমে  ৯ ও ১০৮ রান করায় ম্যাচ সেরা হয়েছেন ইংল্যা-র হ্যারি ব্রুক।

দুই ইনিংসে ইংল্যা-ন্ডের রান ছিল যথাক্রমে  ২৮১ ও ২৭৫ । প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল  ২০২ রান । আগামী ১৭ ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

আরও দেখুনঃ

Leave a Comment