মেহেরপুরে মাংস বিক্রেতাকে তিন মাসের কারাদণ্ড

মেহেরপুরের সদর উপজেলায় মরা গরুর মাংস বিক্রি করার চেষ্টা করার অভিযোগে মো. হামজা (৩৩) নামের এক মাংস বিক্রেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পিরোজপুর গ্রামে অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত মো. হামজা পিরোজপুর গ্রামের বরকত আলীর ছেলে।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে মরা গরু জবাই শেষে মাংস প্রস্তুতির সময় হামজাকে আটক করা হয়। এরপর পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তাকে পরে কারাগারে পাঠানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল।