৪৫ বছর পর যমুনার পানি উঠেছে তাজমহলের দেয়াল পর্যন্ত

৪৫ বছর পর যমুনার পানি উঠেছে তাজমহলের দেয়াল পর্যন্ত। অতিবৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। এবার তার প্রভাব পড়তে শুরু করেছে আগ্রার তাজমহলে। যমুনা নদীর পানি উঠেছে তাজমহলের বাইরের’ দেয়াল পর্যন্ত। নদীটির পানি ইতিমধ্যেই বিপদসীমা ছাড়িয়ে ৪৯৫.৮ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ১৯৭৮ সালের বন্যায় শেষবার তাজমহলের পেছন দিকের দেয়াল পর্যন্ত পানি উঠেছিল, সেবার পানি উঠেছিলো ৪৯৭.৯ ফুট। শুধু তাজহমলের মতো ঐতিহাসিক স্থাপত্যই নয়, তার সাথে দশেরা ঘাটেও বেশ ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে পানির উচ্চতার ফলে।

৪৫ বছর পর যমুনার পানি উঠেছে তাজমহলের দেয়াল পর্যন্ত

এতে বেশ উদ্বেগে রয়েছে স্থানীয়রা। এছাড়াও ইমাদ-উদ-দৌল্লা-সংলগ্ন এলাকা, রামবাগ, মেহতাব বাগ, কলা গুম্বাড, জোহরা বাগ, চিনি কা রৌজা-সংলগ্ন অনেক এলাকা যমুনার ডুবে গেছে।আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে, এই সমস্ত স্থাপনা এখনো পর্যন্ত কোনো ক্ষতির দিকে যায়নি। তাদের দাবি, ‘বন্যার পানি তাজমহলের ‘বেসমেন্ট পর্যন্ত যায়নি’। ফলে এখন পর্যন্ত ক্ষতির আশঙ্কা নেই।

 

৪৫ বছর পর যমুনার পানি উঠেছে তাজমহলের দেয়াল পর্যন্ত

 

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে, তাজমহল এমনভাবে নির্মাণ হয়েছে যে যমুনার পানি কোনোদিনই তার চৌহদ্দিতে প্রবেশ করতে পারবে না।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও জানা গেছে, তাজমহলের পেছনের দিকে যে বাগান রয়েছে, তা গত কয়েক দশকে তৈরি হয়েছিল, যখন ধীরে ধীরে নেমে গিয়েছে যমুনার পানি। ওই সময় তাজমহলের’ বেসমেন্টের ২২টি ঘরে ঢুকেছিল পানি। পরে সেখান থেকে কাঠের দরজা সরিয়ে দেয়াল দিয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

 

৪৫ বছর পর যমুনার পানি উঠেছে তাজমহলের দেয়াল পর্যন্ত

 

আরও দেখুন:

Leave a Comment