যুদ্ধে সাফল্যের চেষ্টা ইউক্রেনের, রাশিয়ার প্রতিরক্ষালাইনে ভাঙন

যুদ্ধে সাফল্যের চেষ্টা ইউক্রেনের, রাশিয়ার প্রতিরক্ষালাইনে ভাঙন।পাল্টা হামলারত ইউক্রেনের বাহিনী ধীরগতিতে হলেও দেশটির দক্ষিণে শত্রুর প্রতিরক্ষা লাইন ভেদ করার চেষ্টায় সফল হচ্ছে। কিয়েভের পাল্টা হামলার নেতৃত্বদানকারী একজন জেনারেল এ দাবি করেছেন। শীতে তাদের আক্রমনের গতি শ্লথ হয়ে পড়বে বলে যে কথা বলা হচ্ছে তাকে নাকচ করে দিয়েছেন তিনি। 

যুদ্ধে সাফল্যের চেষ্টা ইউক্রেনের, রাশিয়ার প্রতিরক্ষালাইনে ভাঙন

শুক্রবার প্রচারিত সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল ওলেকসান্ডর তারনাভস্কি বলেন, ‘আমরা (ভারবোভ গ্রামের কাছে) বাম অংশে সাফল্য পেয়েছি এবং আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অব্যাহতভাবে চেষ্টা করছি। তবে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিনেমার মতো যতটা দ্রুত অগ্রসর হওয়ার প্রত্যাশা করেছিলাম তেমনটি অবশ্য হচ্ছে না।’

যুদ্ধে সাফল্যের চেষ্টা ইউক্রেনের, রাশিয়ার প্রতিরক্ষালাইনে ভাঙন

 

ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণ সাগরীয় বহরসহ নৌ ওপর ইউক্রেনের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কয়েকজন কমান্ডারের প্রাণহানির খবরের পর জেনারেল তারনাভস্কি এ মন্তব্য করলেন।২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বিশেষ সামরিক অভিযান নামে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে। এরপর তারা ইউক্রেনের বিরাট এলাকা দখল করে নেয়। হৃত এলাকাগুলো পুণরুদ্ধার করতে ইউক্রেন পাল্টা হামলা শুরু করেছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ফ্রন্টলাইনের এলাকায় রাশিয়া ব্যাপকভাবে মাইন পেতে রেখেছে। তবে সম্প্রতি কিয়েভ জাপোরিজিয়া অঞ্চলে কৌশলগত অগ্রগতি অর্জন করে। 

 

যুদ্ধে সাফল্যের চেষ্টা ইউক্রেনের, রাশিয়ার প্রতিরক্ষালাইনে ভাঙন

 

জেনারেল তারনাভস্কি বলেন, গত মাসে দক্ষিণের গুরুত্বপূর্ণ রোবোটাইন গ্রামটি দখল ছিল কৌশলগত বিজয়। ফ্রন্টলাইন থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত তোকমাক শহরটি ইউক্রেন মুক্ত করতে পারলে সেটি হবে অনেক বড় বিজয়। এটি মুক্ত হলে তাদের বাহিনী মেলিটোপোল ও ক্রিমিয়া মুক্ত করার দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে।

আরও দেখুনঃ

Leave a Comment