রাজধানীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা।রাজধানীর মহাখালীতে এলাকায় পারিবারিক কলহে মোঃ কবির হোসেন (২৬) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকাল ১১টার দিকে মহাখালী খ্রিস্টান পাড়া মৃতের বড় ভাই মানিকের ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।মৃতের স্ত্রী শাহিনুর আক্তার বলেন, মোঃ কবির হোসেন (পেশায় কাভার্ড ভ্যান চালক) তেজগাঁও মধ্য কুনিপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন।
রাজধানীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা
গত দুই দিন আগে পারিবারিক বিষয়ে আলাপ-আলোচনা করতে তার বড় ভাইয়ের বাসা মহাখালী খ্রীষ্টান পাড়ায় তার বড় ভাই মানিকের বাসায় যায়। দীর্ঘ ৮ মাস যাবত স্ত্রী শাহিনুর আক্তারের সঙ্গে তার মনোমালিন্য ছিল। তার বড় ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয় তার স্বামীর, এমনটি জানিয়েছেন স্ত্রী শাহিনুর আক্তার। পরে সবার অগোচরে তার বড় ভাইয়ের টিনসেড ঘরের আড়ার সাথে লাইলন রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে তার স্ত্রী সহ স্বজনরা দুপুর সাড়ে বারোটায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বনানী থানা পুলিশ কে অবগত করা হয়েছে। মৃত কবির নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামের মোঃ হাদিস মিয়ার ছেলে।
আরও দেখুনঃ