রাশিয়া বন্ধ করল চাল রপ্তানি। রাশিয়ার ফেডারেল সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। আভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রুশ ফেডারেশন মন্ত্রিসভা টেলিগ্রাম চ্যানেলকে দেওয়া এক বিবৃতিতে একথা জানা যায়।
রাশিয়া বন্ধ করল চাল রপ্তানি
বিবৃতিতে বলা হয়, ইউরোশিয়ান অর্থনৈতিক ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ, আবখাজিয়া ও সাউথ অসেটিয়া এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া বিদেশে মানবিক সাহায্য হিসেবে চাল প্রদানও অব্যাহত থাকবে।

মধ্যপ্রাচ্যের আরব দেশ জর্ডান বলেছে, রাশিয়ার চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত তাদের বাজারে কোন প্রভাব ফেলবে না। দেশটির বছরে দেড়লাখ টন চাল দরকার হয়। তারা এর একটি ক্ষুদ্রাংশ রাশিয়া থেকে আমদানি করে থাকে।
অপর আরব দেশ সংযুক্ত আরব আমিরাত চাল রপ্তানি ও পুণরপ্তানি নিষিদ্ধ করেছে। প্রথমে ভারত ও পরে রাশিয়া বিদেশে চাল রপ্তানি নিষিদ্ধ করে। এ নিয়ে চালের বাজারে অস্থিরতা দেখা দেওয়ার আশংকার মধ্যে আমিরাত এ সিদ্ধান্ত নেয়।
আরও দেখুন: