বাজেটের লক্ষ্য অর্জনে সরকার সফল হবে : বিএনএফ’র আশাবাদ

এবারের প্রস্তাবিত বাজেটের সার্বিক লক্ষ্য অর্জনে সরকার সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সভাপতি ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ।

 

বাজেটের লক্ষ্য অর্জনে সরকার সফল হবে : বিএনএফ’র আশাবাদ

 

বাজেটের লক্ষ্য অর্জনে সরকার সফল হবে : বিএনএফ’র আশাবাদ

শনিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে বিএনএফ’র কার্যালয়ে সংগঠনের এক জরুরি সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তবে সরকারকে শক্ত হাতে মূল্যস্ফীতি মোকাবিলা করতে হবে। অন্যথায় এই বাজেট বাস্তবায়নে সংকট সৃষ্টি হতে পারে।’

 

বাজেটের লক্ষ্য অর্জনে সরকার সফল হবে : বিএনএফ’র আশাবাদ

 

এ সভায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিএনএফ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক এমপি এস এম আবুল কালাম আজাদকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সিদ্ধান্ত দেয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বিএনএফ’র সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ড. নজরুল ইসলাম আল-মারুফ, ভাইস চেয়ারম্যান এ ওয়াই এম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ, কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান, ঢাকা মহানগর বিএনএফ’র সভাপতি আতিকুর রহমান খান নাজিম, ঢাকা মহানগর বিএনএফ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী (আন্দোলন), ঢাকা মহানগর বিএনএফ’র আইন বিষয়ক সম্পাদক এড: উজ্জ্বল ভুইয়া, ঢাকা মহানগর বিএনএফ’র সদস্য মেহরাজ উল্লাহ, কামরুল হাসান, মো: আজিজুল হক, মো: মনসুর আলী এবং সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রফ্রন্টের আহবায়ক মো: সজীব কায়সার (মিথুন) প্রমুখ।

আরও দেখুনঃ

Leave a Comment