শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত : অজিত দোভাল

শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত, জানালেন অজিত দোভাল। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের প্রশংসা করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, শান্তি ও নিরাপত্তার প্রশ্নে শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত।

শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত : অজিত দোভাল

শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত – অজিত দোভাল

রবিবার নয়াদিল্লির সর্দার প্যাটেল ভবনে তার কার্যালয়ে মুজিবনগর এবং বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী কেন্দ্রীয় কল্যাণ সমিতির সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মুহাম্মদ মুসার সঙ্গে সাক্ষাৎ করেন দোভাল। তিনি বলেন, শান্তি ও নিরাপত্তার আমরা বাংলাদেশের স্থায়ী অংশীদার। ১৯৭১ সালে আমরা যেমন বাংলাদেশের সঙ্গে ছিলাম তেমনি আমরা এই সরকারের পাশে আছি।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এ সময় উভয় দেশের পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চিনি সরবরাহ করতে দোভাল এবং কোয়াত্রাকে অনুরোধ করেন মুসা।

বৈঠকে বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত দেশ হিসেবে গড়ে তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন দোভাল। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের প্রশংসা করেন তিনি।

অজিত দোভাল(Ajit Doval), একডাকে দেশের সবাই এই মানুষটিকে চেনেন। তাঁর হাতে দেশের নিরাপত্তার দায়িত্ব (National Security Advisor)। প্রধানমন্ত্রীর পঞ্চম এবং বর্তমান NSA (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা), অজিত ডোভাল বৃহস্পতিবার অর্থাৎ ২০শে জানুয়ারি ৭৭ বছর পূর্ণ করেছেন(Happy Birthday Ajit Doval)। ১৯৪৫ সালে উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়ালে জন্মগ্রহণ করেন দোভাল। তাঁকে ভারতের জেমস বন্ড বলা হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ডোভাল হলেন ১৯৬৮ ব্যাচের আইপিএস- অবসরপ্রাপ্ত অফিসার। তিনি কোট্টায়াম এএসপি হিসাবে কেরল ক্যাডারে চাকরিতে যোগ দেন। ইন্টেলিজেন্স ব্যুরোতে তার একটি আকর্ষণীয় কর্মজীবন ছিল, যেখানে তিনি ২০০৪-০৫ সাল থেকে ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম স্থান পেয়ে পাশ করেন অজিত দোভাল। ১৯৬৮ সালে কেরালা ক্যাডারে যোগ দেন এই প্রাক্তন আইপিএস। অজিত দোভাল দেশের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

Glive24.com, Logo, 252x68 px White

২০১৪ সালে তাঁর ঠিক করা স্ট্র্যাটেজিতে পাকিস্তানের উপর হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী যতদিন না নিয়ন্ত্রণ রেখার উপর থেকে পাকিস্তানের গুলিবর্ষণ বন্ধ হচ্ছে ততদিন টানা হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। ২০১৫ সালের জুন মাসে মায়ানমার সার্জিক্যাল স্ট্রাইকও তার মস্তিষ্কপ্রসূতই।

কর্ম জীবনে বহু চড়াই-উৎরাই পার করেছেন অজিত দোভাল। মায়ানমার বা চিনের জঙ্গি দমন থেকে জম্মু কাশ্মীরের জঙ্গি দমন, নিজস্ব কৃতিত্বেই ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার প্রধান হয়ে দাঁড়িয়েছেন দোভাল। প্রথম পুলিশ অফিসার হিসেবে কীর্তি চক্র পান ১৯৯৮ সালে। নিজের জীবনের ৭ বছর পাকিস্তানেও গুপ্তচর হিসেবে কাটিয়েছেন তিনি।

আরও দেখুন:

Leave a Comment