সর্বজনীন পেনশনের উদ্যোগ প্রশংসনীয়, তবে শিক্ষিত বেকারদের এর আওতায় আনা কঠিন: বিশেষজ্ঞ মতামত

সর্বজনীন পেনশনের উদ্যোগ প্রশংসনীয়, তবে শিক্ষিত বেকারদের এর আওতায় আনা কঠিন: বিশেষজ্ঞ মতামত। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, সর্বজনিন পেনশন ব্যবস্থার মত উদ্যেগটি খুবই প্রশংসনীয় তবে এটি সর্বজনিন নয় বলে তিনি মনে করছেন। কিভাবে এটির অর্থায়ন হবে সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। তবে বর্তমানে যে বাজারদর চলছে এবং খুবই সাধারণ মানুষের আয়ের যে অবস্থা তাতে করে ডে-লেবার, রিকশাচালকসহ আরও যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা এই উদ্যেগের আওতায় আসতে পারবে না বলে আমি মনে করি। 

 

সর্বজনীন পেনশনের উদ্যোগ প্রশংসনীয়, তবে শিক্ষিত বেকারদের এর আওতায় আনা কঠিন: বিশেষজ্ঞ মতামত

 

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ সর্বজনিন পেনশন স্কিম নিয়ে বলেছেন, সরকারের উদ্দেশ্য ভালো কিন্তু বহু টাকা সরকারের কাছে জমা হয়ে যাবে সেই টাকাগুলো সরকার কিভাবে বিনিয়োগ করবে আর কিভাবে তা ফেরত দিবে ? এটা ম্যনেজ করা বেশ ডিফিকাল্ট, সাধারণ মানুষকে এই টাকা ফেরত দেয়া কষ্টকর এবং আমি মনে করি টাকা জমাদানকারীর ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি।

সর্বজনীন পেনশনের উদ্যোগ প্রশংসনীয়, তবে শিক্ষিত বেকারদের এর আওতায় আনা কঠিন: বিশেষজ্ঞ মতামত

এর কারণ উল্লেখ করে আবু আহমেদ বলেন, বিদেশে এমন পেনশনের ব্যবস্থা আছে এবং তারা মালিকানার ভিত্তিতে এই জমাকৃত টাকাকে বিনিয়োগ করে এবং সেখান থেকে ইনকামের মাধ্যেমেই তা পেনশন আকারে ফেরত দেয়া হয় কিন্তু বাংলাদেশে এই জমাকৃত টাকার মালিকানা কোথায়, সরকার এই এতোগুলো টাকা নিয়ে করবে কি ?

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

আমাদের দেশে এখনো বিশ শতাংশ শিক্ষিত বেকার রয়েছে তাদের এই খাতের আওতায় আনা কঠিন এমন মন্তব্য করে আবু আহমেদ বলেন, ৩০ বা ৪২  বছর পরে আমার এই টাকার ভ্যালুটা কতটুকু থাকবে ? অর্থনীতির দৃষ্টি থেকে যদি বলি এটা আরও গভীরে বোঝার বিষয় ছিলো। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এখনই সরকারের এমন ঘোষণা দেয়াটা ঠিক হয়েছে বলে আমি মনে করি না। শেষে একটা কেলেঙ্কারির দিকে যায় কি’না এটাই এখন ভাবার বিষয়।

 

সর্বজনীন পেনশনের উদ্যোগ প্রশংসনীয়, তবে শিক্ষিত বেকারদের এর আওতায় আনা কঠিন: বিশেষজ্ঞ মতামত

 

আরও দেখুনঃ

Leave a Comment