সেপ্টেম্বরে সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স আয়।দেশে গত দুই বছর ধরে ডলার সংকট তীব্র আকারে ধারণ করেছে। এর মাঝে নানান উদ্যোগ নেওয়া হলেও ডলার সংকট কাটাতে পারেনি। উল্টো ডলার সংগ্রহের বৈধ নিয়ামক প্রবাসী আয়েও ভাটা পড়েছে। তবে সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে ভাটার স্রোত যেন আরও প্রখর হয়ে উঠেছে। গেল সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার। যা গত সাড়ে ৩ বছর বা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের এপ্রিলে ১০৯ কোটি রেমিট্যান্স এসেছিলো। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেপ্টেম্বরে সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স আয়
তথ্য অনুযায়ী, সমাপ্ত সেপ্টেম্বর মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ ১৪ হাজার ৭১৩ কোটি টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪৯০ কোটি ৪৩ লাখ টাকা।
আলোচ্য সময়ে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫১ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১৮ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ৬০ হাজার ডলার।

এদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছে ৪৯১ কোটি ৬২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে এসেছিলো ৫৬৭ কোটি ২৮ লাখ ৫০ হাজার ডলার।
একক মাস হিসাবে সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে রেমিট্যান্স কমেছে ২৫ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলার। সেপ্টেম্বরে প্রবাসীরা ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছে। এর আগের মাসে অর্থাৎ আগস্টে পাঠিয়েছিলো প্রায় ১৬০ কোটি ডলার। অর্থবছরের শুরুর মাস জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল।
আরও দেখুনঃ