সিফার মামলায় ইমরানের জামিন শুণানী সোমবার

প্রধান বিচারপতি আমির ফারুকের বেঞ্চে কূটনৈতিক তার বার্তা ফাঁস বা সিফার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আটক পরবর্তী জামিনের এই শুনানি অনুষ্ঠিত হবে। ওই দিন পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফআইএ) প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির থাকতে বলেছেন আদালত। 

সিফার মামলায় ইমরানের জামিন শুণানী সোমবার

তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরানকে তিন বছরের সাজা দেন আদালত। এরপর থেকে অ্যাটক কারাগারে বন্দি আছেন তিনি। বিশেষ আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর ইমরন খান (৭০) ইসলামাবাদ হাইকোর্টে এ জামিনের আবেদন করেন।

সিফার মামলায় ইমরানের জামিন শুণানী সোমবার

বিশেষ আদালতে ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মাদ কোরোশির বিরুদ্ধে এ মামলা প্রক্রিয়া চলছে। বিশেষ আদালত গত ১৩ সেপ্টেম্বর ইমরান খান ও দুবারের পররাষ্ট্রমন্ত্রী কোরেশির সিফার’ মামলায় বিচারক রিমান্ড ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি মঞ্জুর করে। 

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উভয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লংঘনের অভিযোগ আনা হয়েছে। গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের পাকিস্তান দূতাবাসের পাঠানো একটি গুরুত্বপূর্ণ নথি খোয়া যায় সিফার ‘মামলায় উল্লেখ করা হয়েছে।

 

আমার বিদেশে যাওয়ার দরকার নেই: ইমরান

 

আরও দেখুনঃ

Leave a Comment