হজযাত্রীর অর্ধেক বহন করবে বাংলাদেশ, বাকি অর্ধেক সৌদির দুই এয়ারলাইন্স

জিলাইভ ডেস্কঃ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের তথ্য মতে, এবারের হজযাত্রী পরিবহনে মোট তিনটি এয়ারলাইন্স কাজ করবে। যার একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অপর দুইটি সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস।

GettyImages 1240721296 1 হজযাত্রীর অর্ধেক বহন করবে বাংলাদেশ, বাকি অর্ধেক সৌদির দুই এয়ারলাইন্স
ছবিঃ ইন্টারনেট

মোট হজযাত্রীদের অর্ধেক বহন করবে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বোয়িং ৭৭৭ বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিআরবের চুক্তি অনু্যায়ী বাকি অর্ধেক যাত্রী বহন করবে সৌদির দুই এয়ারলাইন্স। এবারের হজে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী পরিবহন করার কথা রয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

গত ৬ ফেব্রুয়ারি এই তিনটি এয়ারলাইন্স ফ্লাইট সূচি চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে। অন্যদিকে, ডলারের দাম বাড়ায় বিমান ভাড়া অনেকটাই বেড়েছে। সে লক্ষে  প্লেন ভাড়াসহ হজ প্যাকেজের মূল্য কমাতে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

Leave a Comment