হিলি স্থলবন্দরে একদিনের বাণিজ্য বন্ধ, ইমিগ্রেশন চালু

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আজ ৫ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চালু থাকবে।

এই সিদ্ধান্তের বিষয়ে সোমবার রাত সাড়ে ১০টায় হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, সরকারি ছুটি ঘোষণার পর ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্তে একমত হন।

তিনি বলেন: “আজ সরকারি ছুটি ঘোষণার কারণে আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণিজ্যিক কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আগামী ৬ আগস্ট, বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে চালু হবে।”

এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ এসআই মো. আরিফুল ইসলাম জানান: “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা নির্ধারিত নিয়মে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।”

৫ আগস্ট হিলি স্থলবন্দরে একদিনের জন্য শুধু পণ্যবাহী আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী চলাচলে কোনও বাধা থাকছে না।