১৪ টি প্লাটফর্মের পৃষ্ঠপোষকতার ঘোষনা করলো ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন। গতকাল ১৬ ফেব্রুয়ারি ২০২৩ শিল্প-সংস্কৃতির ১৪ টি প্লাটফর্মের পৃষ্ঠপোষকতার ঘোষণা দিলেন ইয়ুথ গ্লোবাল এর চেয়ারম্যান ড. সীমা হামিদ। গতকাল সন্ধ্যায় মাদানি এভিনিউ সংলগ্ন “ইচ্ছে বাড়ি”তে শিল্পী-কলাকুশলীদের নিয়ে আয়োজিত “আসুন আলাপ করিয়ে দেই” শিরনামে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।
তিনি জানান গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের তত্ববধানে গড়ে ওঠা শিল্প-সংস্কৃতি বিষয়ক ১৪ টি প্লাটফর্ম কে তারা নির্বাচিত করেছেন পৃষ্ঠপোষকতার জন্য। এই প্লাটফর্মগুলো বর্তমানে শিল্প-সংস্কৃতির ১৪ টি বিশেষায়িত শাখা নিয়ে কাজ করছে। এই প্লাটফরম গুলোর জন্য তার ফাউন্ডেশন এক্সেলেটর হিসেবে কাজ করবে।
উক্ত প্লাটফরম গুলো এতদিন মূলত উক্ত খাতগুলোর শিক্ষা নিয়ে কাজ করছিল। তার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শিক্ষার পাশাপাশি তারা শিল্পগুলোর ভিত্তি মজবুত করা ও সম্প্রসারণের কাজ করবে।
আয়োজকরা জানান, তার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রতিটি প্লাটফরম থেকে বছরে একজন শিক্ষার্থী বা গবেষককে এগিয়ে দিতে বৃত্তি দেয়া হবে। এ বিষয়ে ড. সীমা হামিদ বলেন “এসব প্লাটফর্মে যুক্ত হয়ে, প্রাথমিক শিক্ষাটা শেষ করে, যারা যথাযথ মেধা ও আগ্রহের পরিচয় দিতে পারবেন, তাদের মধ্য থেকে ১ জনকে, প্রতি বছর আমরা স্কলারশিপের আওতায় নিয়ে আসবো। অর্থাৎ মোট ১৪ টি স্কলারশিপ আমরা দেব। স্কলারশিপ হতে পারে দেশে-বিদেশে অধিকতর তালিমের জন্য, হতে পারে নিবেদিত হয়ে রেয়াজ করার জন্য। আবার ওই বিষয়ে গবেষণার জন্যও হতে পারে।“
শিল্প-সংস্কৃতির ১৪ টি প্লাটফর্মের পৃষ্ঠপোষকতা করবে ইয়ুথ গ্লোবাল
আরও জানা যায় ইয়ুথ গ্লোবালের পৃষ্ঠপোষকতায় প্রতি বছর ওই ১৪ টি প্লাটফরম থেকে প্রতিটি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে। এ বিষয়ে ড. সীমা হামিদ বলেন “আমরা বিশ্বাস করি, গুনি মানুষদের সম্মান জানানোর মাধ্যমে আরও গুনি মানুষ তৈরিতে উৎসাহ যায়।“
এছাড়া ড. সীমা হামিদ জানান- অনলাইনের পাশাপাশি, দেশে ও বিদেশের সাংস্কৃতিসবীদেরকে, বাংলাদেশি শিল্পীদের কাজের সাথে পরিচয় করিয়ে দিতে কাজ করবে ইয়ুথ গ্লোবাল।

উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন গুরুকুল অনলাইন নেটওয়ার্কের প্রতিষ্ঠান “আর্ট এন্ড কালচার গুরুকুল” এর প্রধান গুরু ও সম্পাদক – পণ্ডিত অসিত দে। তিনি বলেন “শিল্প-সংস্কৃতি সেই অর্থে বাংলাদেশে এখনো ইন্ডাস্টি হয়ে ওঠেনি। প্রযুক্তি পরিবর্তনের কারণেও নানামুখী নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এমতাবস্থায় এটিকে একটি পর্যায়ে নিতে ব্যক্তি, সামাজিক, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরী। আমরা ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন বিশেষকরে ড. সীমা হামিদ এর প্রতি কৃতজ্ঞতা জানাই এই উদ্যোগগুলিকে এগিয়ে নেবার জন্য। “
অনুষ্টানে আরও কথা বলেন – নৃত্য গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর “ইমন কুমার দে”, চলচ্চিত্র গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর “নাজমুন নাফিজ খান”, লোকগান গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর “কামরুজ্জামান রাব্বী”, আমার নজরুল এর ক্রিয়েটিভ ডিরেক্টর “প্রমিতা দে”, বাচিকশিল্প গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর
“হাসান সালেহ জয়”।
কথা বলেন বেহালা গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর “সংহিতা চক্রবর্তী”, অভিনয় গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর “রউফুর রহিম প্রিত্থিশ”, আমার রবীন্দ্রনাথ এর ক্রিয়েটিভ ডিরেক্টর “দীপ্র নিশান্ত”, তবলা গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর ” রতন কুমার দাস”, বাশি গুরুকুলের ক্রিয়েটিভ ডিরেক্টর “মুস্তাকীম আবির” এবং আর্ট এন্ড কালচার গুরুকুলের কার্য নির্বাহী প্রধান, নিশিত দে।
অনুষ্ঠানে উদ্যোগগুলোকে আশির্বাদ করতে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন শিল্প-সংস্কৃতির বিভিন্ন খাতের শিক্ষক, শিল্পী, কলাকুশলী, সমালোচক। উদ্বোধনি সমাবেশের পরে আর্ট এন্ড কালচার গুরুকুলের শিক্ষকবৃন্দ, মুস্তাকীম আবিরের একক বাশি পরিবেশনা, এবং সংহিতা চক্রবর্তী ও নিশিত দে’র সেতার-বেহালা যুগলবন্দি পরিবেশন করেন। তবলাতে সংগত করেন প্রশান্ত ভৌমিক।
অনুষ্টানস্থলে একটি উদ্যোগগুলোর ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট দেখার জন্য হেড-ফোন সহ কম্পিউটার সহ একটি কর্নারের ব্যবস্থা ছিল যেখানে আগত অতিথিবৃন্দ উদ্যোগগুলো দেখার সুযোগ পেয়েছেন।
যে ১৪ টি প্লাটফরম নির্বাচিত হল:
১. সেতার গুরুকুল [ Sitar Gurukul, GOLN ]:
এ পর্যন্ত শতাধিক সেতার শিক্ষার টিউটোরিয়ার প্রকাশ করেছে। দেশ সব বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ও ইংরেজি ভাষাভাষী শিক্ষার্থীরা শিখছে।
২. বেহালা গুরুকুল [ Violin Gurukul, GOLN ]:
৩ টি ভাষায় (বাংলা, ইংরেজি, হিন্দি) শিক্ষার টিউটোরিয়ার প্রকাশ করেছে। দেশ সব বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা শিখছে।
৩. বাঁশি গুরুকুল [ Bansuri Gurukul, GOLN ]
এ পর্যন্ত শতাধিক বাঁশি শিক্ষার টিউটোরিয়ার প্রকাশ করেছে। দেশ সব বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ও ইংরেজি ভাষাভাষী শিক্ষার্থীরা শিখছে।
৪. আমার রবীন্দ্রনাথ [ Amar Rabindranath, GOLN ]:
রবীন্দ্রনাথের সব রকমের সৃষ্টি নিয়ে কাজ করছে।
৫. আমার নজরুল [ Amar Nazrul, GOLN ]
নজরুলের সব রকমের সৃষ্টি নিয়ে কাজ করছে।
৬. অভিনয় গুরুকুল [ Acting Gurukul, GOLN ]:
অভিনয় শিল্প নিয়ে এই প্লাটফরমটি কাজ করছে।
৭. চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul, GOLN ]:
চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ের শিক্ষা নিয়ে এই প্লাটফরমটি কাজ করছে।
৮. ফাইন আর্টস গুরুকুল [ Fine Arts Gurukul, GOLN]
ফাইন আর্টসের শাখাগুলো নিয়ে এই প্লাটফরমটি কাজ করছে।
৯. বাচিকশিল্প গুরুকুল [ Recitation Gurukul, GOLN]
বাচিকশিল্পের শাখাগুলো নিয়ে এই প্লাটফরমটি কাজ করছে।
১০. নৃত্য গুরুকুল [ Dance Gurukul, GOLN]
নৃত্যের বিভিন্ন শাখা নিয়ে এই প্লাটফরমটি কাজ করছে।
১১. তবলা গুরুকুল [ Tabla Gurukul, GOLN ]
তবলা শিক্ষা নিয়ে ইতমধ্যে এই প্লাটফরমটি শতাধিক টিউটোরিয়াল প্রকাশ করেছে। তবলা শিক্ষা ও পারফর্মেন্স নিয়ে এই প্লাটফরমটি কাজ করছে।
১২. শাস্ত্রীয় সঙ্গীত গুরুকুল [ Classical Gurukul, GOLN ]
শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা ও চর্চা নিয়ে এই প্লাটফরমটি কাজ করছে।
১৩. লোকগান গুরকুল [ Folk Gurukul, GOLN ]
বাংলাদেশের লোকগানের শিক্ষা ও চর্চা নিয়ে এই প্লাটফরমটি কাজ করছে।
১৪. সঙ্গীত গুরুকুল [ Music Gurukul, GOLN]
সব ধরণের সঙ্গীতের শিক্ষা, চর্চা ও প্রসার নিয়ে এই প্লাটফরমটি কাজ করছে।
প্লাটফরম গুলোকে সামাজিক মাধ্যমে খুঁজে পেতে নিচের ট্যাগ গুলো ব্যবহার করুন:
#YouthGlobalFoundation #GurukulOnlineLearningNetwork #artandculturegurukul
#MusicGurukul #FolkGurukul #TablaGurukul #SitarGurukul #BansuriGurukul #amarnazrul #amarrabindranath #fineartsgurukul #filmgurukul #classicalgurukul
#flutegurukul #violingurukul #recitationgurukul #dancegurukul #actinggurukul
আরও দেখুন: