মরক্কোতে ৬.৮ মাত্রার ভূমিকম্প: প্রথম ৯ ঘণ্টায় মিলল ৬৩২ মরদেহ

মরক্কোতে ৬.৮ ‘মাত্রার ভূমিকম্প: প্রথম ৯ ঘণ্টায় মিলল ৬৩২’ মরদেহ। আফ্রিকার দেশ মরক্কোতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের আঘাতে নিহদের সংখ্যা বেড়ে ৬৩২-এ দাঁড়িয়েছে। মরক্কোর রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল আওলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভূমিকম্পে ২৯৬ জনের মৃত্যু হয়েছে। 

মরক্কোতে ৬.৮ মাত্রার ভূমিকম্প: প্রথম ৯ ঘণ্টায় মিলল ৬৩২ মরদেহ

স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১ টার কিছু পরে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। কেন্দ্রস্থল ছিল এটলাস পবর্তমালার কাছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মারাকেচ শহরের। প্রাণহানির খবর আসছে আল হাউস, কেয়ারজাত, চিচাওয়াসহ আশপাশের এলাকা থেকেও।

 

মরক্কোতে ৬.৮ মাত্রার ভূমিকম্প: প্রথম ৯ ঘণ্টায় মিলল ৬৩২ মরদেহ

 

ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রথম ৯ ঘণ্টাতেই ৬৩২ জনের মরদেহ পাওয়া গেছে। এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ রাত পেরিয়ে দেশটিতে মাত্র সকাল হয়েছে। আর এখনই শুরু হবে আসল উদ্ধার অভিযান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সবচেয়ে বেশি প্রাণহানির খবর আসছে পাহাড়ি এলাকাগুলো থেকে। দুর্গম হওয়ায় এসব এলাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় দুইশো জন।

 

মরক্কোতে ৬.৮ মাত্রার ভূমিকম্প: প্রথম ৯ ঘণ্টায় মিলল ৬৩২ মরদেহ

 

আরও দেখুনঃ

Leave a Comment