ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় । একই সঙ্গে ঘটনাটি নির্বাচনী আচরণবিধির পরিপন্থি ও মানবাধিকারের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত’ ব্যবস্থা নিয়ে কমিশনকে জানাতে ঢাকা মেটোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
হিরো আলমের ওপর হামলায় মানবাধিকার কমিশনের নিন্দা
মঙ্গলবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় জাতীয় মানবাধিকার কমিশন। এতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ মনে করেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেনের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে ঘটনাটি নির্বাচনী ‘আচরণবিধির পরিপন্থি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কমিশন বলছে, ঘটনার পরিপ্রেক্ষিতে একটি নিবিড় তদন্ত হওয়া আবশ্যক ও ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া সমীচীন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত’ ব্যবস্থা নিয়ে কমিশনকে জানাতে ঢাকা মেটোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে বলা হয়েছে।
আরও দেখুন: