মেলান্দহে স্বামীর ঘর থেকে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার চর পলিশা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় পর নিহতের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।নিহত কিশোরী গৃহবধূ রিথী বেগম (১৭) উপজেলার বেতমারি এলাকার রফিকুল ইসলামের মেয়ে এবং চরপলিশা তালতলা গ্রামের আল মামুনের ছেলে গোলাম রাব্বীর স্ত্রী।
শ্বশুরবাড়ি থেকে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার
স্থানীয়রা জানায়, চলতি বছরের এসএসসি পরীক্ষা চলাকালীন নিহত রিথী প্রেমের টানে গোলাম রাব্বীর হাত ধরে পালিয়ে যায়। পরে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের মাঝে কলহের দানা বাধে। কলহের জেরে রিথী বেগম বাপের বাড়িতেই থাকতো। বুধবার বিকেল রিথী বাপের বাড়ি থেকে স্বামীর সাথে স্বামীর বাড়িতে আসে। স্বামীর বাড়িতে আসার পরেই রিথী বেগমের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা রিথীর স্বামীর ঘরে রিথীর নিথর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তদের আটকের অভিযান অব্যাহত আছে।