ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৪.৮ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি এমন এক অঞ্চলে সংঘটিত হয়, যেখানে লাখ লাখ মানুষের বসবাস, ফলে স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে অগভীর উৎসস্থল থেকে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের পর প্রায় ৩ লাখ ৬৬ হাজার জনসংখ্যার শহরটির সরকারি ও বেসরকারি অফিস থেকে কর্মচারীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন।

রাজ্যের ভূকম্পবিদরা জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল শহরের কাছাকাছি স্থলভাগে, যার গভীরতা ছিল তুলনামূলক কম—ফলে কাঁপুনি ছিল প্রবল। এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও ভবনগুলোতে ক্ষতির আশঙ্কা রয়ে গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা এএফপি’কে টেলিফোনে জানান, এই ভূমিকম্পের সময় মাটি দুলে ওঠে এবং ঘরের জানালাগুলো কেঁপে ওঠে। তারা বলেন, “আমরা সবাই বাইরে ছুটে যাই; কিছুক্ষণের জন্য মনে হয়েছিল ভবনটি ভেঙে পড়বে।”

উল্লেখ্য, মাত্র ১০ দিন আগেই মধ্য ফিলিপাইনে এক শক্তিশালী ভূমিকম্পে ৭০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। নতুন এই ভূমিকম্প সেই ঘটনার পর দেশজুড়ে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।

ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ফিলিপাইন প্রতি বছরই অসংখ্য ভূমিকম্পের সম্মুখীন হয়। যদিও অধিকাংশ ভূমিকম্প তুলনামূলক দুর্বল ও ক্ষতি-সীমিত থাকে, সাম্প্রতিক ঘটনাগুলো দেশটির দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।