নিষেধাজ্ঞার দিকে তাকিয়ে থেকে বিএনপির চোখের পানি শুকিয়ে গেছে: ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ভারত নয়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। শনিবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
নিষেধাজ্ঞার দিকে তাকিয়ে থেকে বিএনপির চোখের পানি শুকিয়ে গেছে: ওবায়দুল কাদের
বিএনপির নেতাকর্মীদের ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর বিএনপি। তাদের থেকে সাবধান। বাংলাদেশের গণতন্ত্র তাদের কাছে নিরাপদ নয়।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শুধু কর্মসূচিই পালন করে না। মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে সামনে এগিয়ে আসে। আমাদের বাঁচতে হলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হবে। শুধু রাজনীতি করলে হবে না। মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
আরও দেখুনঃ