রাউজানে কলেজছাত্র হৃদয় হত্যার আরও দুজন গ্রেপ্তার

জেলার রাউজানে কলেজছাত্র শিবলী সাদিক হৃদয় (১৯) অপহরণের পর জবাই করে হত্যার ঘটনায় আরও  দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রীজ ও পাঙ্গা  এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

রাউজানে কলেজছাত্র হৃদয় হত্যার আরও দুজন গ্রেপ্তার

আটককৃত হলেন- উচিংথোয়াই মারমা (২৩) ও তার সহযোগী ক্যাসাই অং মারমা (৩৬)। এদের মধ্যে উচিংথোয়াই মারমা কলেজছাত্র শিবলীকে জবাই করেছে বলে জানায় র‌্যাব।

রাউজানে কলেজছাত্র হৃদয় হত্যার আরও দুজন গ্রেপ্তার

রোববার (১ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম এসব তথ্য জানিয়ে তিনি বলেন, রাউজানে ‘কলেজছাত্র হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে জবাইকারীও রয়েছে। আসামি দু’জনকে রাউজান থানায় হস্তান্তর করা হয়।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, শিবলী হত্যার আরও দু’ আসামিকে র‍্যাব-৭ গ্রেপ্তার করে হস্তান্তর পর তাদের আদালতে প্রেরণ করা হয়।

 

মহানবীকে নিয়ে কটূক্তি করায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

 

আরও দেখুনঃ

 

Leave a Comment