ক্যামেরায় ধরা পড়ল সেই ভয়াবহ মুহূর্ত

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন নিহতের খবর নিশ্চিত হয়েছে, আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তগুলো ইতিমধ্যেই ক্যামেরায় ধরা পড়েছে। এক ভিডিওতে দেখা যায়, হঠাৎ তীব্র ধাক্কায় অনেক মানুষ মাটিতে পড়ে যান এবং পরে পদদলিত হন।

আরেকটি ভিডিওতে শোনা যায়, মানুষ চিৎকার করছেন ও বাঁচার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন। শ্বাসকষ্টে কেউ কেউ অন্যদের ওপর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। এতে নিচে পড়ে থাকা মানুষ আরও বেশি চাপা পড়ে যান। সেই মুহূর্তে কিছু শিশুদেরকে বাবা-মায়ের কাঁধে বসে থাকতে দেখা গেছে, যারা বিজয়ের বাসের সামনে অপেক্ষা করছিল। কয়েক মিনিট পরই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

https://t.co/DhiQQAAynY

ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, থালাপতি বিজয় তার ভ্রাম্যমাণ মঞ্চ (বাস) নিয়ে সামনে এগোচ্ছিলেন। তখন অসংখ্য মানুষ তাকে ঘিরে ধরতে ছুটে আসে। হঠাৎ সেখানে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি দেখে তিনি তার বাস থামিয়ে দেন এবং তৃষ্ণার্ত জনতার দিকে পানির বোতল ছুঁড়ে দেন।

 

পুলিশ জানিয়েছে, থালাপতি বিজয়কে দুপুর ১২টার দিকে জনসভায় আসার কথা থাকলেও তিনি সেখানে পৌঁছান সন্ধ্যা ৭টার পর। অথচ হাজার হাজার মানুষ সকাল ১১টা থেকেই তীব্র রোদে অবস্থান করছিলেন। তারা দিনভর না খেয়ে শুধু বিজয়কে দেখার অপেক্ষায় ছিলেন। পুলিশের ধারণা, এই দীর্ঘ অপেক্ষা, প্রচণ্ড গরম ও ভিড়ের চাপ মিলেই দুর্ঘটনার কারণ হয়েছে।

সূত্র: এনডিটিভি